• প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠান রেনাল্ট, সুপার মার্কেট গ্রুপ অচান অ্যান্ড ডিআইওয়াই, রিটেইলার লেরয় মার্লিনসহ ফ্রান্সের বিভিন্ন কোম্পনিকে রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ফরাসি পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর এএফপি’র।
জেলানস্কি তার ট্রেডমার্ক সবুজ টি-শার্ট পরে ১৫ মিনিটের এক ভিডিও ভাষণ চলাকালে তিনি বলেন, ‘ফরাসি কোম্পানিগুলোর অবশ্যই রাশিয়ার বাজার থেকে চলে যাওয়া উচিত হবে।’
তিনি বলেন, ‘রেনাল্ট, অচান, লেরয় মার্লিন ও অন্যান্য কোম্পানির অবশ্যই যুদ্ধ মেশিন রাশিয়ার স্পন্সর করা বন্ধ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat