কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার জেরে শেষ পর্যন্ত অস্কার একাডেমি থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ।
অস্কার প্রদান অনুষ্ঠানে ক্রিস রককে চড় মারার বিষয়টিকে স্মিথ মর্মান্তিক, বেদনাদায়ক এবং অমার্জনীয় বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, যাদের আমি আঘাত করেছি, তাদের তালিকা অনেক দীর্ঘ। এদের মধ্যে রয়েছেন ক্রিস ও তার পরিবার, অনেক বন্ধু ও প্রিয়জন এবং বিশ্বব্যাপী দর্শক ছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা।
স্মিথ উল্লেখ করেন, তিনি একাডেমির আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অন্যান্য নমিনি এবং বিজয়ীদের উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করেছেন। তাই তিনি বিষাদগ্রস্ত।
স্মিথ বলেন, আমি একাডেমি অব মোশন পিকচাস আর্টস এন্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করছি।
উল্লেখ্য,অসুস্থ স্ত্রী জাডা পিংকেট স্মিথের কামানো মাথা নিয়ে কৌতুক করায় উইল স্মিথ স্টেজে উঠে রককে থাপ্পড় মারেন, যা অস্কারের জমকালো আয়োজনকে ছাপিয়ে বিশ্বব্যাপী আলোচনার মূখ্য বিষয় হয়ে ওঠে।
এদিকে থাপ্পাড় মারার মাত্র আধা ঘন্টা পরেই স্মিথ আবারো মঞ্চে ফিরে আসেন। বায়োপিক ‘কিং রিচার্ড’ এ অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে তিনি সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117