তুরস্কের অন্যতম মর্যাদাপূর্ণ নারী অধিকার গ্রুপ বাতিলের উদ্যোগ নেয়ার বিরুদ্ধে শনিবার ইস্তাবুল ও আংকারাসহ দেশটির বেশ কয়েকটি শহরে শত শত লোক বিক্ষোভ করেছে।
সংগঠনটির নাম উই উইল স্টপ ফেমিসাইড। এর সেক্রেটারি জেনারেল ফিদান আতাসেলিম বলেন, আমাদের লড়াই বন্ধ করা সম্ভব নয়। আমরা আমাদের সংগঠন বন্ধের সুযোগ দেবো না।
ইস্তাম্বুলের একজন প্রসিকিউটর বুধবার আইন ও নৈতিকতা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে সংগঠনটি বাতিলের লক্ষে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান গত বছর ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্ককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে এর তীব্র সমালোচনার করে সংগঠনটি।
তুরস্ক ২০১১ সালে ইস্তাম্বুল কনভেনশনে স্বাক্ষর করে। কনভেনশন অনুযায়ী নারীর বিরুদ্ধে সহিংতা রোধে তুরস্ককে নতুন আইন প্রণয়ন করতে হতো।
যদিও সামাজিক রক্ষণশীলরা বলছেন, এই কনভেনশন সমকামিতা উস্কে দেবে এবং পারিবারিক মূল্যবোধ ধ্বংস করবে।
উই উইল স্টপ ফেমিসাইড বলছে, তুরস্কে গত বছর ২৮০ নারী প্রাণ হারায়। এদের অধিকাংশই পারিবারিক সহিংসতার জেরে নিহত হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117