ফর্মহীনতায় ভুগছেন বিরাট কোহলি। চলমান আইপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি করেও সমালোচনার মুখে তিনি। কারন টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৩ বলে ৫৮ রান কোহলির নামের সাথে ঠিক মানায় না।
তাই কোহলির ওমন ইনিংসের ব্যাপারে কথা বলতে গিয়ে রোনালদো প্রসঙ্গ টেনে আনেন পিটারসেন।
স্টার স্পোটর্সকে পিটারসেন বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনালদোর দিকে তাকাতে হবে কোহলির। তাদের দল এবং খেলা ভিন্ন হলেও তারা একইরকম দু’টি ব্র্যান্ড। কোহলি আছে ক্রিকেটের শীর্ষে, তার ব্র্যান্ড ক্রিকেটের শীর্ষে। রোনালদো ফুটবলের শীর্ষে। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন এবং আরেকজন ব্যাঙ্গালুরু ও ভারতের হয়ে খেলেন। এসব অনেক বড় ব্র্যান্ড এবং আলোচনার বিষয়বস্তু হবেই। সেই বড় ব্র্যান্ডগুলি তাদের মর্যাদা বজায় রাখতে ও ম্যাচ জিতে চায়।’
তিনি আরও বলেন, ‘কোহলির সবচেয়ে বড় গুণ হলো, রান তাড়া করে সে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। আমার কাছে কোহলি এদেশের (ভারত) সেরা ব্যাটার, কারণ সে রান তাড়ায় ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটি এমন কিছু যা সবাই দেখে, এমন কিছু যা সে লালন এবং গর্ব করে।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117