নড়াইল জেলা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন।
বৃহস্পতিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম আমিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারই সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন- বেগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান বেগ, ঊষার আলো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রিমন মোল্যা, সহ-সভাপতি রাসেল মোল্যা, আতাউল্লাহ মুকরিম প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117