নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আজ তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।আজ রোববার বেলা ১১টায় উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এ মেলা উদ্বোধন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর শুকুর, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস জানান, কৃষির সাথে প্রযুক্তির মেলবন্ধন তৈরীতে নলডাঙ্গায় তিনদিন ব্যাপি এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। মেলায় ১৪টি স্টল রয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117