শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১১৩ ওভারে ৯ উইকেটে ৩৬১ রান করেছে বাংলাদেশ। ১৭১ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ১৪১ রানে আউট হন লিটন দাস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান করেছিলো বাংলাদেশ। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন অষ্টম ওভারে আউট হন লিটন। ২৪৬ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কা মারেন লিটন। ৩২ মাস পর টেস্ট খেলতে নেমে খালি হাতে বিদায় নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া তাইজুল ইসলাম ১৫, খালেদ আহমেদ শুন্য রানে ফিরেন।
মুশফিকের সাথে শেষ উইকেটে জুটি বেঁেধ অপরাজিত থাকেন এবাদত হোসেন। ১৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
২১টি চারে ৩৩৯ বল খেলে নিজের ইনিংসটি সাজিয়েছেন মুশফিক।
শ্রীলংকার দুই পেসার কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট নিয়েছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117