নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আজ গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি’র নেতৃত্বে স্থানীয় সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক উত্তম চক্রবর্তীকে ত্রিশহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সেনবাগ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117