ময়মনসিংহ জেলায় আজ দুপুরে বজ্রপাতে ৩ কিশোরসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইল উপজেলায় তিন কিশোর এবং ময়মনসিংহ সদর উপজেলায় দু’জন ব্যক্তি রয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় আকষ্মিক বজ্রপাতে তিন কিশোরের শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)। ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
এদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মন্ডলের ছেলে বাক্কার হোসেন (৪০) ও পচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) নামে দুইজন বজ্রপাতে মারা যায়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117