চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাইয়ার দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। হাইওয়ে ভেল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাফ্ফর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘিরপাড়ে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117