‘রিয়েল ফোর্স সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস’ প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের প্রধান আমির হামজাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরার সহকারী পরিচালক ও (মিডিয়া অফিসার) এএসপি নোমান আহম্দে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যাব-১, উত্তরার একটি চৌকস দল রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অর্থ আত্মসাৎ ও মহিলা চাকরি প্রার্থীদের শ্লিলতাহানী করার অভিযোগে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এবিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এসময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, র্যাবের আইনও গণমাধ্যম শাখার কর্মকর্তা এবং র্যাব-১ এর কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117