কুমিল্লা (দক্ষিণ) জেলার তিতাস উপজেলায় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ বেলা ১২টায় উপজেলা প্রশাসন উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। এসময় অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান বলেন, উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, এ সময়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মিজানুর রহমান ও তিতাস থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে বাজারের পাশেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117