গোপালগঞ্জে শিক্ষার গুণগত মানউন্নয়নে ছাত্র শিক্ষক ও অভিভাবকের ভ’মিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ফুকরা মদন মোহন একাডেমিতে নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নেয়ামুল হাচান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী মিয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জইন উদ্দিন, কাশিয়ানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে.এম রফিক উল হাসান সুমন, তারাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার আহম্মেদ, অভিভাবক মাও. মারুফ হোসেন সরদার, নিপুন বাগচী, মোঃ আব্দুস সালাম মোল্লা, স্কুলের সহকারী শিক্ষক মাও. মোঃ ফাওজুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117