সম্ভাব্য বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি, খাদ্যাভাব এবং জনদুর্ভোগ মোকাবিলায় রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম আবুল কালাম আজাদ আজ ঢাকা মহানগর কমিটি সভাপতি আতিকুর রহমান খান নাজিমের নেতৃত্বে আগত বিএনএফ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাকালে একথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, রাজনীতি করতে হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, জনদুর্ভোগ সৃষ্টির জন্য নয়, তিনি সংশ্লিষ্টদের প্রতি জনমুখী রাজনীতি অনুসরণের আহবান জানান। রাজধানীর মিরপুরে ডিওএইচএস এ বিএনএফ প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সফিউল্লাহ চৌধুরী আন্দোলন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, শ্রমিক ফ্রন্ট সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা ফ্রন্ট সম্পাদক শারমিন জাহান চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117