ব্রেকিং নিউজ :
ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) জাপান ও ইতালি থেকে আরও বিনিয়োগ করার আহবান জানিয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ আরও জাপানি ও ইতালীয় বিনিয়োগকারী যাতে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের ইপিজেডসমূহকে বেছে নেন সেলক্ষ্যে পদক্ষেপ নেয়ার জন্য  জাপান ও ইতালির রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
তিনি বলেন, ‘বেপজা উন্নয়নের অংশীদারত্বে বিশ্বাস করে। আমরা আশা করি, বেপজায় বিনিয়োগকারীর তালিকায় আরও জাপানি ও ইতালীয় শিল্প প্রতিষ্ঠান যুক্ত হবে।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ইতালীর রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা গতকাল শনিবার উত্তরা ইপিজেড পরিদর্শনকালে আলী রেজা মজিদ এ আহবান জানান।
ইতো নাওকি বলেন, ইপিজেডে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেপজা থেকে দ্রুত সব ধরনের সেবা ও সুযোগ সুবিধা পাওয়ায় জাপানি বিনিয়োগকারীরা বেপজা সম্বন্ধে খুবই ইতিবাচক ধারণা পোষণ করে। ইপিজেডে চমৎকার কাজের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রদূত বেপজার প্রশংসা করেন। জাপানি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা ও সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূত বেপজাকে ধন্যবাদ জানান।
মাসুদ বিন মোমেন জাতীয় রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য বেপজার প্রশংসা করেন। বাংলাদেশে একটি উদার বিনিয়োগ নীতি বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করার জন্য রাষ্ট্রদূতগণের প্রতি আহবান জানান।
প্রতিনিধিদলটি উত্তরা ইপিজেডের চারটি কারখানা ঘুরে দেখেন। এগুলো হলো এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড, সনিক (বাংলাদেশ) লিমিটেড, মাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড। তারা কারখানাগুলোর উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং কারখানাসমূহের কর্মপরিবেশ ও বৈচিত্র্যময় পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, নির্বাহী পরিচালক (উত্তরা ইপিজেড) নাহিদ মুন্সী, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোশিয়েশনের প্রেসিডেন্ট এস এম খানসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat