নওগাঁ জেলায় আজ গুনি শিল্পীদের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২১ ও ২০২২ প্রদান করা হেয়েছে। আজ রোববার বিকাল সাড়ে চারটায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ বছরের জন্য বিভিন্ন মাধ্যমের ৯ জন গুনি শিল্পীকে এবং ১টি সংগঠনকে সন্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সন্মাননাপ্রাপ্ত প্রত্যেক গুনি শিল্পীকে ১০ হাজার টাকার চেক, সন্মাননা মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছাসহ সন্মানা জানানো হয়। পরে একটি সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117