শোনা যাচ্ছে অরবিন্দ প্রযোজনায় রামায়ণ ছবির সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন দক্ষিণী সিনেমার নায়িকা সাই পল্লবী অল্লু। আর এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে সিনেমাটি শুটিং ফ্লোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে প্রযোজক আল্লু অরবিন্দ রামায়ণের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণে ঘোষণা দিয়ে ছিলেন। সেই সঙ্গে সিনেমার প্রযোজনাও করবেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নীতীশ তিওয়ারি। তিন বছর পর ছবি নায়িকার নিয়ে গুঞ্জন ছাড়াচ্ছে।
গুঞ্জনটি হলো অভিনেত্রী সাই পল্লবী রামায়ণ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন। পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত রামায়ণ সিনেমায় তাকে সীতার ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে।তবে সাইন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তারকা কাস্ট সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নয় তারা।
২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলছেন তিনি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117