ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
আজ শুক্রবার বিকাল ৩টার দিকে পরিদর্শনকালে তিনি বলেন, এখানে সহস্রাধিক মুক্তিকামী মানুষকে হত্যা করেছে পাক হানাদাররা। তাঁদের রক্তের ঋণ শোধের নয়। তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স স্বাধীনতা অর্জনে প্রজন্মকে বাঙালির ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
পরিদর্শনকালে সিনিয়র সচিবের সফরসঙ্গী ছিলেন সাবেক সচিব ড. মো. বেলায়েত হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজ্জাদ উল হাসান।
এর আগে পৌনে ৩টার দিকে নবীনচন্দ্র সেন লাইব্রেরিতে কিডস কর্নারের উদ্বোধন করেন তিনি।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ফেনী সরকারি কলেজ মাঠের দক্ষিণাংশে দেড় একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117