জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদেও ছেলে। শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে।
মাগুরার শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিব আহমেদ নামে দুই ব্যক্তি আড়পাড়া বাজার থেকে মোটর সাইকেলযোগে শালিখা সড়ক দিয়ে নিজ জুনারী গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আড়পাড়া বাজারের দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌছালে মুমোমুখি আসা একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের সাথে তাদের বহনকৃক মোটর সাইকেটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117