সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ০৯ জুলাই রবিবার বিকেল পাঁচটায় উল্লাপাড়া রেলওয়ে বাসষ্ট্যান্ড চত্বরে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে চা চক্র ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ঊল্লাপাড়া আসনের সাংসদ জননেতা তানভীর ইমাম।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবর আলী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ঊল্লাপাড়া আসনের সাংসদ জননেতা তানভীর ইমাম।
তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার কথা বলতে গিয়ে উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন। যোগাযোগ ব্যাবস্থা অবকাঠামো নির্মাণ করা সহ বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, ৭ নং ওয়ার্ড কাউন্সিল আজাদ হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিল সোহেল রানা, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মান্নান
প্রমুখ।