গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের নিয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার।
এসভায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী ও আবদুর রহমান মীর প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু জানান, মুকসুদপুর উপজেলার দুইহাজার নয়শ’ ৫৮ জন ভোক্তা টিসিবি’র ২৭ জন ডিলারের মাধ্যমে ৬০ টাকা কেজি দরে দুইকেজি মসুরির ডাল, একশ’ টাকা লিটার দরে দুইলিটার ভোজ্য তেল এবং ৩০ টাকা কেজি দরে পাঁচকেজি চাল পাবেন।
তিনি জানান, সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে প্রত্যেক ডিলারের সাথে একজন করে সরকারি অফিসারকে ট্যাগ করে দেয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার জানান, টিসিবি পণ্যের পাশাপাশি আগামি আগস্ট মাস থেকে ৩৫ জন খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে উপজেলার তিনহাজার পরিবার প্রতিকেজি চাল ১০ টাকা দরে খাদ্য সহায়তা পাবেন।