ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৮১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আলমগীর মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ঘাতক পিতা-পুত্রকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 
এছাড়া  রায়ে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে । নিহত আলমগীর মিয়া (২৭) দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- মহিবউল্লাহ ও তার ছেলে আবুল কালাম । মহিবউল্লাহ পার্শ্ববর্তী বুরহানপুর গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা ও দায়রা জজ (১ম আদালত) এর বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায়  দেন। এ মামলায় অপর আসামি রফিকুল ইসলামকে ৩ মাসের সশ্রম কারাদ-ে দন্ডিত করা হয়। 
এছাড়াও আসামি নাজির, লুৎফুর রহমান ও শামছুল হকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে  প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতের এজলাসে উপস্থিত ছিল। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমেদ ছইল মিয়া। আদালত সূত্রে জানাযায়, পাওনা টাকা আদায় ও পূর্বশত্রুতার জেরে আসামি মহিবউল্লাহ ২০১৫ সালের ৪ জুন বিকেলে সংঘবদ্ধ হয়ে হামলা করে মামাতো ভাই আলমগীর মিয়াকে গুরুতর জখম করে । দিরাই উপজেলা সদরের মাছ হাটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে আলমগীরের মৃত্যু হয়।এ খুনের ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ওইদিন রাতে আসামীদের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত  শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত বিচার প্রক্রিয়া  শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat