মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চিকিৎসক জেড এম এস সালেহীন শোভনসহ দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মুহাম্মদ মুয়াজ উদ্দিন আহমেদ প্রধান, মো. রওশন আলী, মো. জহিরুল ইসলাম ভুইয়া মুক্তার, মো. আবু রায়হান, আক্তারুজ্জামান খান তুষার, মো. জিল্লুর হাসান, জহির উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস হিমেল ও মো. আব্দুস কুদ্দুস সরকার।
আজ তাদের আদালতে উপস্থিত করার পর শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের রিমান্ড চেয়ে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তাদের রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২০ আগস্ট তাদের এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. মেহেদী হাসান। আবেদনের পর আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেন।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ধানমন্ডি থানায় মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়।