ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৬৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চিকিৎসক  জেড এম এস সালেহীন শোভনসহ দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ  সোমবার ঢাকার ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মুহাম্মদ মুয়াজ উদ্দিন আহমেদ প্রধান,  মো. রওশন আলী, মো. জহিরুল ইসলাম ভুইয়া মুক্তার,  মো. আবু রায়হান, আক্তারুজ্জামান খান তুষার, মো. জিল্লুর হাসান, জহির উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস হিমেল ও  মো. আব্দুস কুদ্দুস সরকার।
আজ তাদের আদালতে উপস্থিত করার পর শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের রিমান্ড  চেয়ে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তাদের রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২০ আগস্ট তাদের এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. মেহেদী হাসান। আবেদনের পর আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেন।  
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ধানমন্ডি থানায় মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat