সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ৬৫-সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া সলংগা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রাটি উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে এ শুরু করে উপজেলার পৌরসভা সহ ১৪ টি ইউনিয়নের ৭৮ কিলোমিটিার সড়ক পথ প্রদক্ষিন শেষে আকবর আলী কলেজে এসে শেষ হয়।
উল্লাপাড়া উপজেলায় স্বাধীনতা পরবর্তীতে এতো বড় উন্নয়ন শোভাযাত্রা হয়নি এটা স্মরণকালের শ্রেষ্ঠ শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে সরকারি আকবর আলী কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমপি তানভীর ইমাম।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলমা উজ্জল সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।