ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা সদরে আজ ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমী  কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
রবিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  এসব বীজ ও সার  বিতরণ করেন  নওগাঁ-৫ ( সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।  
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নাইস আকতার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল কমল ও  সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার মোট পাঁচহাজার ১৯০ জন প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে- ৭০০ জন গম কৃষককে জনপ্রতি  ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫৬০ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি  বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিনহাজার ১২০ জন সরিষা চাষীকে জনপ্রতি এককেজি  বীজ, ১০ কেজি ডিএপি  ও ১০ কেজি এমওপি, ৫০ জন সূর্যমুখী চাষীকে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি  ডিএপি ও ১০ কেজি এমওপি, ৫০ জন চিনাবাদাম চাষীকে জনপ্রতি ১০ কেজি বীজ, ১০ কেজি  ডিএপি ও দুইকেজি এমওপি, ১১০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৭০ জন মুগডাল চাষীকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচকেজি এমওপি, ১৯০ জন মসুরডাল চাষীকে জনপ্রতি  পাঁচকেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচকেজি এম পি এবং ৩৪০ জন খেসারী চাষীকে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
এছাড়াও ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি এক কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের প্রত্যেককে ‘রকেট এ্যাপস’-এর মাধ্যমে দুইহাজার ৮০০ টাকা করে প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat