ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ৬৭৯৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পূনরুজ্জীবন’ শীর্ষকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ফেলে দেওয়া নানা সামগ্রী দিয়ে তৈরি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
গতকাল  মঙ্গলবার ২৬ মার্চ বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ১০ পযন্ত দিনাজপুর  হাবিপ্রবি টিএসসি চত্বরের সামনে এ ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের ২ টি প্রোজেক্ট এ আয়োজনে প্রদর্শিত হয়। যেসব বস্তু মাটিতে মিশতে বেশি সময় নেয় সেসব পরিত্যক্ত বস্তুর ব্যবহার ছিলো প্রোজেক্টের মূল উদ্দেশ্য। কৃত্রিম উল, সিনথেটিক কাপড়, প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিক টিউব, কাঠ ও বাঁশের টুকরো, ইলেকট্রিক তার, জিন্সের কাপড়, প্লাস্টিকের দড়ি, চিপস আর চকলেটের খোসা, নষ্ট কলম, প্লাস্টিকের বোতল, সিরিজ কাগজ ইত্যাদি নানা পরিত্যক্ত ও দীর্ঘদিন অপচনশীল বস্তু ব্যবহার করা হয়েছে এ চিত্রকর্ম তৈরিতে।
স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্বের বীর শহীদগণের স্মরণে  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের শেষে  উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি  এ প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনী বিষয়বস্তুর নিয়ে  তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন,  এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা মননশীলতা কাজে লাগিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ উপহার তারা দিয়েছেন। আগামীতে তারা দেশ ও জাতির জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ কাজ  করতে সক্ষম হবেন বলে তার বিশ্বাস। তিনি প্রদর্শনীতে গতকাল রাত সাড়ে ১০ টা পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছেন । এরপর তিনি প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করেছেন।
স্থাপত্য বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী শাহারিয়া আক্তার রিমা জানান, এ পুরো সময় টাতে আমাদের পাশে ছিলো আমাদের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক এস.এম. নাঈম হোসেন স্যার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat