ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৪৩৫৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওপেনার ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয় দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬২ বল বাকী রেখে ৭ উইকেটে হারিয়েছে স্কটিশদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে সবচেয়ে বেশি বল বাকি রেখে ম্যাচ জয়ের নতুন বিশ^ রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এতদিনে এই রেকর্ড দখলে ছিলো রোমানিয়ার। ২০২১ সালের জুনে গ্রিসের বিপক্ষে ১৫৮ রানের টার্গেটে ৪৩ বল বাকী রেখে ৩ উইকেটে জিতেছিলো রোমানিয়া।  
এডিনবার্গে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জিওর্জি মুনসি ১৬ বলে ২৮, ম্যাথু ক্রস ২৭ ও অধিনায়ক রিচি বেরিংটন ২৩ রান করেন। সিন অ্যাবট ৩টি, জাভিয়ার বার্টলেট ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
জবাবে ইনিংসের তৃতীয় বলে খালি হাতে সাজঘরে ফিরেন অভিষেক ম্যাচ খেলতে নামা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর দ্বিতীয় উইকেটে স্কটল্যান্ড বোলারদের উপর তান্ডব চালিয়েছেন হেড ও অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৩৪ বলে ১১৩ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে ৫.৪ ওভারে বিনা উইকেটে ১১৬ রান তুলে এখনও রেকর্ডের মালিক রোমানিয়া।
হেড-মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯.৪ ওভারেই ১৫৬ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় দশ ওভারের মধ্যে ম্যাচ জয়ের রেকর্ড এটি।
১২ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৩২০ স্ট্রাইক রেটে ৮০ রান করেন হেড। এরমধ্যে পাওয়ার প্লেতে ২২ বলে ৭৩ রান করেছেন হেড। টি-টোয়েন্টিতে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েছেন হেড। এছাড়া পাওয়ার প্লেতে সর্বোচ্চ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারার রেকর্ডও দখলে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
তিন নম্বরে নামা মার্শের ব্যাট থেকে ৫ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ১২ বলে ৩৯ রান আসে। পাশাপাশি জশ ইংলিশ ১৩ বলে অপরাজিত ২৭ ও মার্কাস স্টয়নিস ৮ রান করেন। স্কটল্যান্ডের মার্ক ওয়াট ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন হেড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat