ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৪৩৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন শুক্রবার বলেছেন, গাজা এবং ইউক্রেনের যুদ্ধের মতো বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে ‘আলোচনা’ হল একমাত্র সমাধান। তিনি বেইজিংয়ে সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। খবর এএফপি’র।
জিয়াংশান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডং বলেন, ‘ইউক্রেন সংকট এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধান করতে, শান্তি ও আলোচনা জোরদার করাই একমাত্র উপায়।’
তিনি সব দেশকে ‘শান্তিপূর্ণ উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসন’ জোরদার করার আহ্বান জানান।
তিনি বরেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রাণঘাতি মারনাস্ত্রের বিস্তারের ধারনার পরিবর্তে নতুন উন্নত প্রযুক্তি গোটা মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।এ ক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তিতে বেইজিংয়ের অগ্রগতি রোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রচেষ্টার বিষয় উল্লেখ করেন।
জিয়াংশান ফোরামের জন্য শুক্রবার চীনের রাজধানীতে অনেক প্রতিনিধি ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৯০টিরও বেশি দেশ এবং সংস্থার ৫শ’রও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে।
শুক্রবার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের পর আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার পালা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেখানে রাশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ইরান, জার্মানি এবং অন্যান্য দেশের শীর্ষ সামরিক প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে মার্কিন-চীন সম্পর্ক, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা এবং বিশ্বের বহুমুখী প্রতিরক্ষার চ্যালেঞ্জ।
ওয়াশিংটন ও বেইজিংয়ের শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল চেজ এ ফোরামে যোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat