ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৫৬৬৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত তিনদিনের টানা বর্ষণে জেলার অধিকাংশ  মাছের ঘের তলিয়ে গেছে। এতে ঘের ব্যাবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে।এছাড়া ও রোপা আমন ,আউশ ,শাক সবজি ক্ষেত তলিয়ে গেছে। ফলে মৎস্য ও কৃষি  খাতে প্রায় ৭০কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।
গত শনি, রবি ও সোমবারে তিন দিনের ভারী বর্ষণে নড়াইল জেলার মৎস্য চাষিদের মাথায় হাত উঠেছে। সহায় সম্বল বিক্রি করে মাছ চাষ করেছিলো, টানা বর্ষণের ঘের ভেসে যাওযায় দিশে হারা হয়ে পড়েছে ব্যাবসায়ীরা। বিশেষ করে সদরের মির্জাপুর, বিছালী, পৌরসভার বাহিরডাঙ্গা, কালিয়া, লোহাগড়ার অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এত করে অনেক ঘের ব্যবসায়ী নিঃস্ব হয়েগেছে।
ঘের ব্যবসায়ী সোহান শেখ বলেন, আমার ১৫ একর জমির ১৪টি ঘের ছিলো। গত কয়েক দিনের বৃষ্টিতে সবগুলো তলিয়েগেছে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়েগেলাম।
আব্বাস জমাদ্দার বলেন, আমার ঘেরের সব মাছ বের হয়েগেছে, ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়েগেছি।
ঘের ব্যবসায়ী শামীম আতিক মহিদ বলেন, আমার ২টি ঘেরে মাছ ছিলো বৃষ্টিতে তলিয়ে গেছে। আমার ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘের ব্যবসায়ী বাবুল শেখ বলেন, আমার ৬টি ঘের রয়েছে ১০ একর জমির। একটিতে সাদামাছ, কৈ মাছ, শিংমাছ, তেলাপিয়া মাছের চাষ করা হয়েছিলো। গত কয়েক দিনের বৃষ্টিতে সবগুলো তলিয়েগেছে। এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে ২৪ হেক্টর রোপা আমন, ৩ হেক্টর আউশ ১০ হেক্টর সবজিসহ মোট ৪৮ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে জেলায় ধান-সবজিসহ ৪৮ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ২ হাজার ২’শ ৬০জন কৃষক ক্ষাতিগ্রস্ত হয়েছে। এতে এক কোটি ৬৬ লক্ষ ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, জেলায় গত তিন দিনের ভারী বর্ষণে দুই হাজার চারশত পুকুর ও এক হাজার পাঁচশত সাতচল্লিশটি মাছের ঘের তলিয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ৬৮ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান বলেন, গত তিন দিনের ভারী বর্ষণে দুই হাজার চারশত পুকুর ও এক হাজার পাঁচশত সাতচল্লিশটি মাছের ঘের  ও ৪৮ হেক্টর জমির ফসলের ক্ষতি গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৭০কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat