ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৩২৪৪৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষায় ১০টি বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৭৯ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৬৮ শতাংশ।

আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৭ হাজার ৫১৬ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৬২ হাজার ৭৫০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৪ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৫ হাজার ১৭১ জনের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৮৩০ জনের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯ ৭৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ২৯ হাজার ৯৪১ জনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সিলেট বোর্ডে ৮৮ হাজার ৪৪৭ জনের মধ্যে ৮৭ হাজার ৩৪০ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল বোর্ডে ৮১ হাজার ৬৩৩ জনের মধ্যে ৮০ হাজার ৩৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৮৭৯ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৭০৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১ হাজার৪১৪ জনের মধ্যে ১ লাখ ২৪৩ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১১ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৫ হাজার ৭০৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৩ জন। মোট ১০ হাজার ৬৩০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এ বোর্ডে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat