ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ৪৫৪৩৪৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সাইফ হাসানের। 
বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। 
আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
চলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ঐ ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন সাইফ। 
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুন্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার। 
বাংলাদেশ ব্যাটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের। গেল সপ্তাহে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলংকার বিপক্ষে ২৩ রান করেন লিটন। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন লিটন। 
আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান করার পর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এতে সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ৫৫২ রেটিং অর্জন করা হৃদয়। 
এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেন ফিজ। তাই বোলারদের তালিকায় প্রভাব ফেলেছেন তিনি। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ স্পিনার মাহেদি হাসানের। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন মাহেদি। 
দুই ধাপ উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে আছেন তিনি। 
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের তিন ক্রিকেটার অভিষেক শমা-বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat