ব্রেকিং নিউজ :
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৫৪৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের সঙ্গে বৈঠক করতে বুধবার ওসলো পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নরওয়ের সরকার এ কথা জানায়।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে’র টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ওসলো আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অংশ গারডারমোয়েনে দুই নেতা সাক্ষাৎ করেন।

ওসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি বুধবার সুইডেন সফর করবেন বলে জানা গেছে। সেখানে কিয়েভ ও স্টকহোম এক যৌথভাবে  ‘প্রতিরক্ষা রপ্তানি’ বিষয়ক ঘোষণা দেবে বলে সুইডিশ সরকার জানিয়েছে।

ওসলোতে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে নরওয়ে বিস্তারিত কিছু জানায়নি।

স্টোর এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনের জনগণ যে দীর্ঘস্থায়ী ও ন্যায্য শান্তি প্রাপ্য, নরওয়ে সেই আশায় ইউক্রেনের পাশে রয়েছে।’

স্ক্যান্ডিনেভীয় এই দেশটি ইউক্রেনের অন্যতম প্রধান সমর্থক, যারা রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কিয়েভকে সাহায্য করে আসছে।

ওসলো জানিয়েছে, তারা ২০২৩ থেকে ২০৩০ সালের মধ্যে ইউক্রেনকে ২৭৫ বিলিয়ন ক্রোনার (২৭.৪ বিলিয়ন ডলার) বেসামরিক ও সামরিক সহায়তা দেবে।

স্টোর বলেন, ইউক্রেনের প্রতি নরওয়ের সমর্থন দৃঢ় ও অব্যাহত রয়েছে। এই সহায়তা যেন ইউক্রেনে বাস্তব চাহিদা পূরণ করে, তা নিশ্চিত করতে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখা অপরিহার্য।

বুধবার নরওয়ে জানায়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা বাড়ানোর প্রেক্ষাপটে দেশটিকে অতিরিক্ত ১.৫ বিলিয়ন ক্রোনার (উল্লিখিত ২৭৫ বিলিয়নের প্যাকেজ থেকে) গ্যাস কেনার জন্য বরাদ্দ দেয়া হবে।

সুইডেনে জেলেনস্কি প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে লিংকোপিং শহরে বৈঠক করবেন, যেখানে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সাব-এর সদর দপ্তর। সেখানে গ্রিপেন যুদ্ধবিমানসহ বিভিন্ন অস্ত্র উৎপাদন করা হয়।

সুইডিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের পর ক্রিস্টারসন ও জেলেনস্কি প্রতিরক্ষা রপ্তানির বিষয়ে  যৌথ সংবাদ সম্মেলন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat