ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৬৫৭৬৭৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শেখ বশির আহমেদ সড়কের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজী শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগ্রাবাদবাসী শেখ বশির আহমেদ সড়ক উন্মুক্ত হওয়ায় আনন্দিত। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে নাগরিক দায়িত্বের পাশাপাশি এক মানবিক অঙ্গীকার পূরণ করতে পেরেছি বলে আমি মনে করি।

মেয়র বলেন, এই রাস্তা এখন থেকে হবে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে দোকান বা বসতি স্থাপন করতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটির সৌন্দর্যবর্ধন করা হবে। এ এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল রয়েছে। সড়কটি ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতকে সহজ করবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও জানান, নগরীর ৪০টি বড় সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ শীঘ্রই এসব উন্নয়ন কার্যক্রমের দৃশ্যমান ফলাফল নগরবাসী দেখতে পাবেন।

২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিক সচিব মো. আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর মো. সেকেন্দার, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মো. কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদ, ফয়েজ আহমেদ, আব্দুল মাবুদ, মো. শহীদ, আব্দুর রব, হাসান রুবেল, ইস্কান্দর মির্জা, সুমন, সেকেন্দার ও আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat