‘তুমিহীনা’ শিরোনামে সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদীর নতুন গান প্রকাশিত হয়েছে। ১০ ডিসেম্বর তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। এর কথা নদী নিজেই লিখেছেন।
নিজের এই নতুন গানটি নিয়ে নদী বলেন, ‘এই গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয়না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভিতরের যে চাওয়াটা সেভাবে কোনো গান আমার করা হয়ে উঠছিলো না। সে কারণে এবার কথা, সুর, মিউজিক এরেঞ্জমেন্টে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত- আমার ভালোলাগার ব্যাপারটাই ছিল মূল। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।’