ব্রেকিং নিউজ :
সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতে সকল বাহিনী কাজ করবে, নিঃসঙ্কোচে ভোটাধিকার প্রয়োগ করুন : সিইসি সুপ্রীম কোর্ট আর্থিকভাবে স্বাধীন ও বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হলো : আইন উপদেষ্টা গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গৃহীত অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করা হবে : প্রেস সচিব আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৩২৩২৪২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী অভিযোগ করার সুযোগ না পায়। 

এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি  বলেন, কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে তিনি বলেন, গাজীপুর ও বাগেরহাট সংক্রান্ত যে বিষয়গুলো আদালতে রয়েছে সেগুলো নিয়ে ইসি কাজ করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন করা হবে। এ কারণে তফসিল ঘোষণায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ইসি সচিব বলেন, জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের বিভিন্ন পরিপত্র জারি করা হবে এবং এসব পরিপত্র ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। 

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, তবে আইফোন ব্যবহারকারীদের অনুমোদন এখনো পাওয়া যায়নি। আশা করা হচ্ছে তফসিল ঘোষণার পর আইফোন ব্যবহারকারীরাও নিবন্ধন সুবিধা পাবেন।

আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান তাদের প্রক্রিয়া ইসির মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিদেশে থাকা ভোটারদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার। এর মধ্যে প্রবাস থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। বাকিরা দেশের অভ্যন্তরের ভোটার। তিনি বলেন, যদি নিবন্ধন সংখ্যা ১০ লাখ অতিক্রম করে, তবে অতিরিক্ত আরও ১০ লাখ নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat