যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় বৃহস্পতিবার একটি ব্যবসায়িক বিমান দুর্ঘটনায় সাত জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানা গেছে।
ওই বিমানে একজন অবসরপ্রাপ্ত রেস কার চালক ও তার পরিবারের সদস্যরা ছিলেন। কর্তৃপক্ষ ও ন্যাসকার রেস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইরেডেল কাউন্টি শেরিফ ড্যারেন ক্যাম্পবেল এএফপিকে জানিয়েছেন, ‘বিমানে মোট সাত জন আরোহী ছিলেন। এই দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।’
নর্থ ক্যারোলিনা স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, বিমানটি উড্ডয়নের ঠিক পরেই অবতরণের জন্য ফিরে আসার সময় বিধ্বস্ত হয়।
জেটটি স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এই বিমানবন্দরটি চার্লট শহরের উত্তরে অবস্থিত।
ন্যাসকার নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত ন্যাসকার রেসিং চালক গ্রেগ বিফলও রয়েছেন।
রেস কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় বলেছে, ‘গ্রেগ বিফলের মৃত্যুতে ন্যাসকার পরিবার শোকাহত। গ্রেগ আমাদের ৭৫ জন সেরা চালকের একজন ছিলেন এবং তিনি মানবিক কাজের জন্য পরিচিত ছিলেন। আমরা তার মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’
উত্তর ক্যারোলিনার প্রতিনিধিত্বকারী পারিবারিক বন্ধু রিপাবলিকান আইন প্রণেতা রিচার্ড হাডসন জানিয়েছেন, নিহতদের মধ্যে বিফলের স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল ও তাদের দুই সন্তানও রয়েছে।
হাডসন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, গ্রেগ, ক্রিস্টিনা ও তাদের সন্তানদের মৃত্যুতে আমি মর্মাহত। তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তারা আমাকে ভালোবাসতেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার কারণ হতে পারে।