যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি (ডিভি-১) কর্মসূচি স্থগিত করেছে দেশটির স্বরাষ্ট্র বিভাগ।
ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এই লটারির মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছিল, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
ব্রাউন ইউনিভার্সিটির ওই হামলার ঘটনায় অভিযুক্ত ক্লডিও নেভেস ভ্যালেন্টে (৪৮) একজন পর্তুগিজ নাগরিক।
তার বিরুদ্ধে অভিযোগ, গত ১৩ ডিসেম্বর আইভি লিগের এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভবনে ঢুকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর গুলি চালান তিনি। এতে দুই শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হন।
এর দুই দিন পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক অধ্যাপককে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টি নোয়েম লিখেছেন, ‘নেভেস ভ্যালেন্টে ২০১৭ সালে ডাইভারসিটি লটারি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের (ডিভি-১) মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং গ্রিন কার্ড পান।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে ইউএসসিআইএস(যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা)-কে ডিভি-১ প্রোগ্রাম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিচ্ছি। এই ভয়াবহ কর্মসূচির মাধ্যমে যেন আর কোনো আমেরিকানের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’
ওই ব্যক্তির সমালোচনা করে নোম বলেন, ‘এই জঘন্য ব্যক্তিকে আমাদের দেশে কখনোই ঢুকতে দেওয়া উচিত হয়নি।’
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে তল্লাশি চালানোর পর নেভেস ভ্যালেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম-এমন দেশগুলোর নাগরিকদের জন্য প্রতি বছর ৫৫ হাজার স্থায়ী আবাসিক ভিসা বা গ্রিন কার্ড লটারি দেওয়া হয়।
এই লটারিতে আবেদনের জন্য কমপক্ষে উচ্চমাধ্যমিক শিক্ষা অথবা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়। এছাড়া চূড়ান্ত অনুমোদনের আগে আবেদনকারীদের সাক্ষাৎকারসহ বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।