সংগীতে চল্লিশ বছরের পথচলায় কিছুদিন ধরে বিদেশের মাটিতে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছিল ব্যান্ড ‘ওয়ারফেজ’। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে এবার যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে কনসার্ট করার জন্য অনুমতি না পাওয়ায় হঠাৎ এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেইসবুকে একটি বিবৃতি জেলায় জেলায় কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ।
তাতে দলটি লিখেছে, ‘ওয়ারফেজের ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর ইতোমধ্যে সফলভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুত অস্ট্রেলিয়ায় এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিক থেকে বাংলাদেশে জেলায় জেলায় এই ট্যুর আয়োজন করার প্রস্তুতি চলছিল।’
দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় কনসার্ট আয়োজন যাচ্ছে জানিয়ে ওয়ারফেজ লিখেছে, ‘আমরা কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছিলাম। পাশাপাশি জানুয়ারি মাসে একটি গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল। এ লক্ষ্যে আমরা বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করেছি এবং তারাও পারফর্ম করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। স্পন্সররাও যথেষ্ট আগ্রহী ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা এই লিগ্যাসি কনসার্ট ট্যুর আয়োজন করতে পারিনি।’
দলটি জানায়, ‘প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে, যেটিতে শিল্পী এবং সংগঠকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন; যা আপনারাও ইতোমধ্যে লক্ষ্য করেছেন। এই বাস্তবতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, এই মুহূর্তে লিগ্যাসি কনসার্ট ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করা সম্ভব বা যুক্তিযুক্ত নয়।’
স্থগিত হওয়া কনসার্ট আগামী বছরের শেষের দিকে করার ঘোষণা দিয়েছে ওয়ারফেজ।
ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, ‘কমার্শিয়াল কনসার্ট আয়োজনের পর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়, যেটা অনেকটা খরচের বিষয় থাকে, ক্ষতির মুখে পড়তে হয়। আমরা এখন এই রিস্কটা নিচ্ছি না। আমরা প্রাইভেট কনসার্টগুলো করছি, কলেজ, বিশ্ববিদ্যালয় পূর্ণমিলনী কনসার্ট, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আয়োজিত কনসার্ট আমরা করছি।’