ব্রেকিং নিউজ :
বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষতা চান পরওয়ার সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব সমাপ্ত ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বাগেরহাটে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩২৪৩৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব সমাপ্ত।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ আজ সোমবার শেষ হয়েছে। 

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবের সমাপনী দিনে হাছন রাজা চর্চায় বিশেষ অবদানের জন্য লেখক ও সংগঠক দেওয়ান সমসের রাজা চৌধুরী এবং হাছন গবেষক সামারিন দেওয়ানকে ‘হাছন রত্ন-২০২৫’ সম্মাননা প্রদান করা হয়।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ বেতারের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, হাছন রাজার অধস্তন পুরুষ দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী এবং শামীম রেজা চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান হোসেন চুন্নু। এ সময় উৎসব স্মারক গ্রন্থ ‘মাটির পিঞ্জিরা’র মোড়ক উন্মোচন করা হয়।

গত রোববার শুরু হওয়া উৎসবে আলোচকরা হাছন রাজার জীবন, দর্শন ও লোকসংস্কৃতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় খ্যাতিমান শিল্পীরা হাছন রাজার গান পরিবেশন করেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর শনিবার ‘হাছনরাজা লোক উৎসব-২০২৫’ শুরু হওয়ার কথা থাকলেও শহীদ ওসমান হাদির মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে উৎসবটি ২১ ডিসেম্বর থেকে শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat