ব্রেকিং নিউজ :
বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষতা চান পরওয়ার সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব সমাপ্ত ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বাগেরহাটে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৭৬৭৮৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে, চলাকালীন ও পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার তাকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে। কোনো দল বা প্রার্থীর প্রতি বিশেষ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

জামায়াত নেতা বলেন, কারো বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনি প্রচারণাকালে গোয়েন্দা নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে ইতোমধ্যে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। তবে, মহানগর এলাকার বাইরে সফরের সময় পুলিশ ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত একটি হিন্দু সমাবেশের পর কিছু প্রার্থীর সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।

পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat