ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৩২১৩৪৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ না দিলে ক্রিকেটার সাকিব আল হাসান ‘বিপদে পড়তো না।’

তিনি বলেছেন, ‘যদি সে আমার কথা শুনতো এবং এভাবে রাজনীতিতে না আসতো, এই ধরনের ডামি ইলেকশনে না যেতো আজকে সে অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারতো।’

শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি ক্রিকেটার সাকিব আল হাসান সস্পর্কে এ কথা বলেন।  

জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি নিয়ে আত্মপ্রকাশ করল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ক্রিকেটার তামিম ইকবাল। তামিমের উদ্দেশ্যেও রাজনীতির বিষয়ে সর্তক থাকতে বলেন হাফিজ উদ্দিন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সাকিব আল হাসান আমার বাসায় আসলে এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছিলাম। তা হলো- ‘আমি সাকিব আল হাসানকে বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। এটা শুনে সে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে ওটা হবে.. এমপি তো হবেই। অথচ আমার এই উপদেশ না শুনে সে  বিপদে পড়েছে। 

আশির দশকে রাজনীতিতে যোগ দেয়ার হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনের কথা সাকিব আল হাসানকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি সাকিবকে বললাম, আমিও তোমার মতো খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিলো একসময় পাকিস্তান জাতীয় দলের একাই আমি বাঙালী ছিলাম। অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম আমি। কিন্তু খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার মনঃপূত হয়নি।’

তিনি বলেন, অনুষ্ঠানে আরো যারা তারকা ক্রিকেটার, ফুটবলার, হকি প্লেয়ার আছেন বিশেষ করে তামিম ইকবালকে বলব, তার যথেষ্ট নাম হয়েছে, তার স্টাইল অব ব্যাটিং আমার খুবই পছন্দ এই ধরণের আক্রমনাত্মক প্লেয়ার আর তো দেখা যায় না। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেলিং করতে পারেনি। যার জন্য মানসিকভাবে খেলার আগে বিড়ম্বিত ছিলো সময়ের আগেই কোন কোন ফরম্যাট থেকে রিটায়ার্ড করেছে।

এ সময় আওয়ামী লীগ ‘দলীয়করণ ও ব্যক্তিকেন্দ্রিক ক্রীড়া সংগঠন’ তৈরি করে ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে উল্লেখ করেন মেজর হাফিজ। 

তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গন একটি অন্য ধরনের অঙ্গন। রাজনীতি থেকে অনেক দূরের। ক্রীড়াঙ্গনে যারা রথী-মহারথী, যারা সময় দেন, তাদের হৃদয় অন্য রকম, ব্যঞ্জনা অন্য রকম। মন মানসিকতা অন্য রকম। রাজনীতিবিদদের সঙ্গে ক্রীড়াবিদদের মনমানসিকতার অনেক তফাৎ রয়েছে। আমি কখনোই চিন্তা করি নাই রাজনীতি করব।’

অনুষ্ঠানে বিএনপির আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আমিনুল হক, শরীফুল আলম ও ইশরাক হোসেন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat