ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৬৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯৫৪ টি। এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৬৯১ ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। 
আজ সংসদে সরকারি দলের সদস্য হাজী মোহাম্মদ সেলিমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ঢাকা বিভাগে উপজেলাভিত্তিক মোট ভূমিহীন পরিবার ৩৮ হাজার ৮১৬টি এবং প্রায় ৩৮ হাজার ১৮০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় প্রায় ৫৩ হাজার ৮৬৭টি পরিবার ভূমিহীন যেখানে প্রায় ৪৬ হাজার ৫৭১ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। রাজশাহী বিভাগে ভূমিহীন পরিবারের সংখ্যা ৩২ হাজার ২৯৮টি এবং পুনর্বাসন করা হয়েছে ৩২ হাজার ৪টি।
তিনি জানান, খুলনা বিভাগে উপজেলা ভিত্তিক ভূমিহীন পরিবারের সংখ্যা ২৪ হাজার ৫৪১টি এবং গত ১৫ বছরে ২২ হাজার ৩৪৮টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বরিশাল বিভাগে প্রায় ৩১ হাজার ৪১৩টি পরিবার ভূমিহীন ছিল যেখানে প্রায় ২৮ হাজার ৮১৬ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ২১ হাজার ৯২৯ পরিবার ভূমিহীন এবং ২১ হাজার ৯২৯ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
মন্ত্রী জানান, রংপুর বিভাগে ৭৬ হাজার ২২টি ভূমিহীন পরিবার এবং ৭৪ হাজার ৯০টি পরিবারকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১৩ হাজার ৬৮টি ভূমিহীন পরিবারের মধ্যে ১২ হাজার ৭৫৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat