ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৩৪৫৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মহাসমাবেশ চলাকালে বিএনপি’র আগুন সন্ত্রাস ও বিশৃংখলার দায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এড়াতে পারবেন না। যারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বাংলাদেশী বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আজ বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন স্কুল ও কলেজ মাঠে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০১ সালে যখন ক্ষমতা ছেড়ে আসে, তখন দেশে বিদ্যুৎ খাতে উৎপাদন ছিল চার  হাজার মেগাওয়াট। ২০০৮ সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি রেখে গেছে। অর্থাৎ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি-জামাত জোট সরকার আমলে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ গত ১৪ বছরে বাংলাদেশে চৌদ্দ হাজারেরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে শেখ হাসিনা সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল বিএনপি জামাত মহাসমাবেশের নামে ঢাকায় আগুন সন্ত্রাস করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। বিচারপতিদের কোয়ার্টার জাজেস লাউঞ্জে হামলা চালিয়েছে। পুলিশকে পিটিয়ে  হত্যা করেছে।  ৩১ জন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। এই দায়ভার বিএনপি’র সিনিয়র নেতারা কোন ভাবেই এড়াতে পারেন না। তিনি আগামী নির্বাচনে আবারও আওয়ালীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat