ব্রেকিং নিউজ :
পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা কলম্বিয়ায় গেরিলাবিরোধী অভিযানে ১৮ সেনা অপহৃত ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে : সিইসি মালয়েশিয়ার সাবেক নাজিবের গৃহবন্দি হওয়ার আবেদন খারিজ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা ১৩০ জন অপহৃত ক্যাথলিক শিক্ষার্থীকে মুক্ত করেছে নাইজেরিয়ার সরকার দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৪৩৫৪৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেসার জ্যাকব ডাফির বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল স্বাগতিক নিউজিল্যান্ড। 

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আজ নিউজিল্যান্ড ৩২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এটিই সবচেয়ে বড় জয় কিউইদের। 

সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতল কিউইরা। এনিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ পাঁচ টেস্ট সিরিজই জিতল ব্ল্যাক-ক্যাপসরা। সর্বশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। 

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জিততে চতুর্থ দিন ৪৬২ রানের বড় টার্গেট পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে বিনা উইকেটে ৪৩ রান করেছিল ক্যারিবীয়রা। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে আরও ৪১৯ রান দরকার ছিল ক্যারিবীয়দের। 

দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রান নিয়ে খেলতে নামা ব্র্যান্ডন কিংকে ৬৭ রানে সাজঘরে ফেরত পাঠান নিউজিল্যান্ড পেসার ডাফি।

কিংয়ের আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ। ১১২ রানে অষ্টম উইকেট হারায় ক্যারিবীয়রা। নবম উইকেটে টেভিন ইমলাচ ও এন্ডারসন ফিলিপ উইকেট পতন ঠেকিয়ে ২৬ রানের জুটি গড়েন। তারপরও ১৩৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। দুই ওপেনারের ৮৭ রানের সূচনার পর ৫১ রানে ১০ উইকেট পতন হয় সফরকারীদের। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র চারজন ব্যাটার দুই অংকে পা রাখতে পেরেছেন। কিং ছাড়াও ক্যাম্পবেল ১৬, ইমলাচ ১৫ ও ফিলিপ ১০ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসে বড় অবদান রাখেন ডাফি। ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। সিরিজের তিন টেস্টে ২৩ উইকেট শিকরে সেরা খেলোয়াড় হয়েছেন এই ডান-হাতি পেসার।

ঘরের মাঠে এক টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কোন বোলারের সর্বোচ্চ উইকেটের নয়া রেকর্ড গড়েছেন ডাফি। আগের রেকর্ডটি ছিল পেসার ট্রেন্ট বোল্টের। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২০ উইকেট নিয়েছিলেন বোল্ট।

এছাড়াও তিন সংস্করণ মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮১ উইকেট শিকারের নয়া রেকর্ড গড়লেন ডাফি। আগের রেকর্ডটি ছিল রিচার্ড হ্যাডলির। ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন তিনি। চলতি বছর ডাফি খেলেছেন ৩৬ ম্যাচ।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৩ ম্যাচ খেলে ২টি জয় ও ১টি ড্র’তে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট আছে কিউইদের। 

৬ ম্যাচে ৬ জয়ে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ শেষে ৭ হার ও ১ ড্র’তে ৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। 

২ ম্যাচে ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat