ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৩
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল প্লাটফর্মেও জমজমাট ঈদ
টিভি ও ইউটিউবের মধ্যে কোনটা বেশি দেখা হয়? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষই ‘ইউটিউব’-এর পক্ষে উত্তর দেবেন। নাটকগুলো টেলিভিশনে প্রচারের পরপরই ইউটিউবে উন্মুক্ত করা হয়। ইউটিউব ছাড়াও অনেক প্রতিষ্ঠানের নিজস্ব ভিডিও স্ট্রিমিং রয়েছে। আর সেখানে দর্শক মেলে অহরোহ! আর এ কারণেই বেশ কয়েকজন তরুণ নির্মাতা ও কিছু প্রযোজনা প্রতিষ্ঠান অনলাইনের জন্য নির্মাণ করছে ওয়েব সিরিজ। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে এই কাজটি হয় বৃহত্ পরিসরে। আর ওয়েব সিরিজগুলোতে দেখা মেলে টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের। ওয়েব সিরিজ জনপ্রিয় হওয়ার আরো একটি কারণ রয়েছে, তা হলো বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি।
গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘অনলাইনে মানুষের আগ্রহ বেশি। দর্শকদের চাহিদার কথা চিন্তুা করে আমরা বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এরমধ্যে কিছুদিন আগেও একটি মুক্তি দিয়েছি। ঈদ পর্যন্ত আমাদের চ্যানেলে আরোকিছু নাটক ও ওয়েব সিরিজ মুক্তি দেবো। আশা করি দর্শকদের মাঝে সাড়া জাগাতে পারবে আমাদের কাজগুলো।’
ছোট তারকাদের পাশাপাশি বড় তারকাদেরও ওয়েব স্ট্রিমিং-এ আগ্রহ বাড়ছে দিনদিন। উদাহরণ হিসেবে বলা যায়, নুসরাত ইমরোজ তিশার নাম। সম্প্রতি ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টারে হাজির হয়েছেন রহস্যময় তিশা। যা দর্শকদের মাঝে কৌতুহল জাগিয়েছে বেশ। জানা গেছে, শিগগিরই কোনো অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে এটি। দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল-এ আরো অভিনয় করেছেন তামিম মৃধা, জেরি, ইমরান নূর, আবু, বিশাল বশির, পাভেল জামান প্রমুখ।
 
তরুণ নির্মাতা মাবরুর রশীদ ঈদ উপলক্ষে অনলাইন প্লাটফর্মের জন্য নির্মাণ করছেন বেশকিছু নাটক। এরমধ্যে তার নির্মিত ৩টি নাটক প্রচার হবে ওজন এন্টারটেইনমেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলে। প্রথম দুটি নাটকে দেখা মিলবে আফরান নিশো ও সাফা কবির জুটিকে। নাটকগুলো হলো, ‘ভাই’, ‘কিছু বলতে চায়’ ও ‘হোম টিউটর’। নির্মাতা বলেন, ‘অনলাইনে যেকোনোকিছু যখন তখন দেখা যায়, তাই দর্শকদের আগ্রহ বেশি।’ এছাড়া অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া, হূদি, জোভান, শামীম, জাকি ও সৌভিককে দেখা যাবে বেশ কয়েকটি ওয়েব সিরিজে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat