ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-০৬-৩০
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঘিনীদের এবার সিরিজ জয়
স্পোর্ট ডেস্ক:- এশিয়া কাপ জিতে মেয়েদের নিয়ে উচ্ছ্বাসের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই যুক্ত হলো আরেকটি সাফল্য। প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাঘিনীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা।
ডাবলিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামিমা করেছেন হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত নারী ক্রিকেটে হওয়া তিন হাফসেঞ্চুরির দুটিই গেল শামিমার খাতায়।
লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা যেমন দুর্দান্ত হয়েছিল, শেষটা অবশ্য তেমন হয়নি। শেষ দিকে এসে কিছুটা চাপ তৈরি হয়েছিল। ৩৯ বলে বাংলাদেশের যখন ২৯ রান পয়োজন ছিল তখনও হাতে ছিল ৯ উইকেট। এ সময় হঠাৎই বড় শট খেলতে গিয়ে দুই ব্যাটার সাজঘরে ফেরেন। তাই পরবর্তী ব্যাটারদের উপর কিছুটা হলেও চাপ তৈরি হয়। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রানের। প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কায় দলকে জিতিয়ে দেন সানজিদা ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। ১৩ রানের মধ্যেই জাহানার তুলে নেন ক্লেয়ার শিলিংটন ও গ্যাবি লুইসের উইকেট। তবে অধিনায়ক লরা ডেলানিকে নিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ান ওপেনার সিসিরিয়া জয়েস। তৃতীয় উইকেটে তারা করেন ৬৩ রান। রুমানার বলে ২০ রান করে ফিরে যান ডেলানি। এরপরই নাহিদা আক্তার জোড়া আঘাত হানেন।
যে কারণে চাপ থেকে আর বেরোতে পারেনি আইরিশরা। একপ্রান্ত আগলে রাখা সিসিলিয়া শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে আউট হলেও দলকে মোটামুটি স্কোর এনে দিতে সক্ষম হন। তবে সেই স্কোর নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat