ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-০৬-৩০
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেরা আটে কে? আর্জেন্টিনা না ফ্রান্স?
স্পোর্ট ডেস্ক:- আজ থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই। ১৬টি দলের এই লড়াইয়ের প্রথম দিনে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শক্তিমত্তার দিক দিয়ে ফরাসিরা এগিয়ে থাকলেও অতীত অজ্ঞিতায় তাদের চেয়ে বহুগুণ এগিয়ে ল্যাটিন আমেরিকার দেশটি। দুই দলের জন্য এই ম্যাচটি বলা যায় অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারোই পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর হারলেই ছিটকে যাবে গোটা আসর থেকে। কাজান অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বিশ্বকাপের গ্রুপ পর্বে অনেক শঙ্কাকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের টিকিট লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে হোঁচট খাওয়ার ঘোরটা এখনো কাটেনি সাম্পাওলি শিষ্যদের। সবকিছু ছাপিয়ে আজ দলটির ভরসার নাম বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। পুরো আর্জেন্টাইনরা বিশ্বাস করে তাদের মেসি জ্বলে উঠলেই ফলাফল তাদের পক্ষেই হবে। বাঁ-পায়ের জাদুতে একমাত্র মেসিই পারে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে। তবে বর্তমান সময়ের পারফরম্যান্স ফরাসিদের পক্ষে। নক-আউট পর্বের এই ম্যাচে ফরাসিদের চমকে মেসিদের লড়াই করা কঠিন হয়ে পড়বে। হিগুয়েন,মাশ্চেরানো, ডি মারিয়াদের ঘায়েল করতে জাদু দেখাবেন মিশেল প্লাতিনি, জিনেদিন জিদানের উত্তরসূরী সেমুয়েল, পগবা, গ্রিজম্যান, অলিভার, রাফায়েলরা। তারুণ্যের শক্তিতে পরিপূর্ণ দল ফ্রান্স। তাছাড়া গ্রুপ পর্বের জয় তাদের আত্মবিশ্বাসকে আরো দ্বিগুন করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটি গোল হজম করে, গ্রুপ সেরা হয়েই তারা এসেছে শেষ ষোলতে। আক্রমণ বিভাগও তাদের যথেষ্ট শক্তিশালী। সবকিছু মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইনদের ম্যাচটি খুব কঠিন হবে। তবে ইউরোপীয়ান আর লাতিন আমেরিকার ফুটবলে পার্থক্য থাকলেও মেসিদের দলে যারা খেলেন তাদের সবাই প্রায় বছরজুড়ে ইউরোপের ক্লাব ফুটবলে খেলেন। বড় বড় দলের বিপক্ষে খেলে তাদের অভিজ্ঞতা অনেক। তাই ফরাসিদের বাঘা বাঘা ফুটবলারদের মন্ত্রটা তাদের জানা থাকারই কথা। তাছাড়া পুরোনো পরিসংখ্যানও আর্জেন্টাইনদের আশার পালে হাওয়া দিচ্ছে। এর আগে বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছিল দুবার। ১৯৩০ ও ১৯৭৮ বিশ্বকাপে। দুটি বিশ্বকাপেই ফ্রান্সকে হারিয়েছে ল্যাটিন আমেরিকানরা। বিশ্বকাপে আগের দুই বারেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। এবারই প্রথম দেখা হতে যাচ্ছে নকআউট পর্বে। র‌্যাংকিংয়ে ফরাসিদের চেয়ে কেবল দুই ধাপ এগিয়ে থাকলেও সবমিলিয়ে গত ১১ দেখায় ছয় বারেই জয় পায় আর্জেন্টিনা। দুইবার জিতেছে ফ্রান্স। আর তিন বার হয়েছে ড্র। ফ্রান্সের বিপক্ষে টোটাল ১২টি গোল করেছে মেসিদের দল। সেখানে ফরাসিরা করেছে সাতটি। সবকিছু মিলিয়ে অনেক কঠিন একটি লড়াই দেখবে গোটা ফুটবল বিশ্ব। তবে আজি কি মেসি জাদু দেখবে নাকি ফরাসি চমকে মুগ্ধ হবে সারাবিশ্ব-সেটাই এখন দেখার অপেক্ষা! দুই দলের সম্ভাব্য একাদশ: আর্জেন্টিনার একাদশ: ফ্রাংকো আরমানি, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি। ফ্রান্স একাদশ: হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, করেন্তিন তোলিসসো, লুকাস হার্নান্দেস, এনগোলো কান্তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat