ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৬
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়তে চান ইমরান
আন্তর্জতিক ডেস্ক:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি এবং তার দল জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়তে চায়।পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে পিটিআই’র এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে প্রথম জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটি বলেন ইমরান।টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান বলেন, “আমি কেন রাজনীতিতে এসেছি তা পরিষ্কার করতে চাই। রাজনীতি আমাকে কিছুই দিতে পারতো না। আমি চাই আমার নেতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ যেমন দেশের স্বপ্ন দেখেছেন, পাকিস্তান তেমন দেশ হয়ে উঠুক।”২২ বছরের দীর্ঘ সংগ্রামের পর অবশেষে তিনি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুযোগ পেয়েছেন জানিয়ে ইমরান বলেন, দুই দশকের বেশি সময় ধরে লালন করা স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেলাম।বিরোধীদের ভোট জালিয়াতির অভিযোগের মধ্যেই পাকিস্তানের নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ইমরান বলেন, আমরা সফল হয়েছি।তবে তার দল পিটিআই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে এবং এক্ষেত্রে তাকে অন্য দলের সাথে জোট গড়তে হবে।বৃহস্পতিবার সন্ধ্যার পরেই নির্বাচনী ফলাফল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।সরাসরি নির্বাচন হওয়া ২৭২ আসনের মধ্যে সর্বশেষ প্রকাশিত ফলাফলে ইমরান খানের দল পিটিআই ১২০টি আসন পেয়ে এগিয়ে আছে।এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) ৬১টি আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০টি আসন পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন।গত তিনবছরে যেকোন রাজনৈতিক নেতার তুলনায় অত্যন্ত খারাপভাবে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন দাবি করে ইমরান বলেন, এগুলো এখন আমি পেছনে ফেলে এসেছি। আমাদের স্বপ্ন এসবকিছুর চেয়ে মহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat