খুলনায় ভাষা সৈনিক ও সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
সভায় বক্তারা বলেন, এস এম আমজাদ হোসেন শুধু একজন শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের অন্যতম রূপকার। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত ও জাতীয়করণ করেছেন। এছাড়া একজন সৎ, আদর্শ ও নীতিবান আইনজীবী হিসেবে তিনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তার আদর্শ ধারণ করা গেলে দেশের উন্নয়নে নিজেকে একজন সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, মোল্লা মাসুম রশিদ, এম মঞ্জুর আহমেদ, শেখ মাসুদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক।
আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।